খুশির ভাগাভাগি(২৪৭১ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
১০-০৪-২০২৪ ইং
==================
গরিব,দুস্থ, অনাথ শিশুরা
শুধু চেয়ে চেয়ে দেখে,
কেনা কাটার দুম পরেছে
খুশীর  ভাগটা রেখে।


বাজারে মার্কেটে কেনাকাটা
ওরা ভিক্ষা চায় টাকা,
নতুন পোশাক কিনে দেয়না
দয়াবান কোন কাকা।


অশ্রু নয়নে ভাবে মনে মনে
কেন হলাম মোরা নি:স্ব?
এত কেনা কাটার দূম পরেছে
ওদের কাছে করুণ দৃশ্য।


আমরা অভাবি কেউ ভাবে না
করুণা সাহায্যের আশায়,
সামান্য খুশীর অংশ পেলে তুষ্ট
ওরা নেই কেউর ভাবনায়?


ঈদের খুশীতে ভরবে মন-প্রাণ
যখন হইবে খুশীর ভাগ,
ঈদ নয় শুধু খুশী আর আনন্দ
অপার এক নাম ত্যাগ।