কিছু স্বার্থান্বেষী মানুষ
       এম এ সালাম
        ১৪-১১-১৯


সামান্যতম স্বার্থের জন্য -
   মানুষ করতে পারে কিনা,
কথায় কথায় মিথ্যা বলে
    করে ধর্মের সাথে যিনা।


পান থেকে ভাই চুনে গেলে-
     রেগে আগুন বরাবর,
স্বার্থের বদলা নিতে না পারলে
     তাদের শান্তি নাই রে আর।


পথেঘাটে দুই টাকা পাইলে-
    ওরা এদিক ওদিক চেয়ে,
চুপি চুপি টাকাটা তুলে নেয়
     নিজের পকেটে লুকিয়ে।


ওরা স্বার্থের জন্য বর্তমানে-
   খুন খারাপিতে মত্ত,
স্বার্থের জন্য ভাইকে  আজি
     করে কত হেস্তন্যাস্ত?


ভালবাসা নাকি স্বার্থের জন্য-
     পরাজয় বরণ করে,
স্বার্থের জন্য রক্তের সম্পর্ক
     চিরতরে নষ্ট হতে পারে।