কবিতার শেষমেশ(২১৪৫ তম)
এম,এ,সালাম(সুর ও ছন্দের কবি)
১৯-০৫-২০২৩
************************
ভালো মন্দ মিলে,চলে কত দ্বন্দ্ব?
ফাঁকে ফাঁকে ছন্দ করি চাষ,
আমি ছন্দের কবি আঁকি যে ছবি
কাব্য নিয়ে করি ভাবের ঘরে বাস।


আমার সুখ আনন্দ ফোটায় ছন্দ
ছন্দে সুরে ছোটে কত বান?
অসময়ে ফোটায় ব্যথা দুঃখ গাঁথা
গতিতে জোয়ার ভাটার টান।


প্রভু তুমি আবেগ ভরে  সৃষ্টি করে
তুমি সঁপে দিয়েছো সারা মন,
কবি ও কবিতা তোমার যে খাতা
আমার পরম চরম যক্ষের ধন।


সেথায় জীবন টানে মরণ পানে
যেথায় সইবে না সে তর,
সতত মরছি ভেবে তোর কি হবে?
সুখেরা,আমার মরার পর।


হায় আমার কবিতা তোমার খাতা
নষ্ট কাটা-ছেঁড়া পাতার দর,
মজবুত ঠোঙা হয়ে জিনিস বয়ে
ঘুরবে এঘত হতে কতো ঘর।


ধরায় কাহার কবিতা প্রাণের গাঁথা
কোথায় কখন যে উড়ে যায়?
উড়ছে বাউলা ঝড়ে কেইবা পড়ে
সেথায় কাহার পড়েছে দায়।


কবিতা রে কেউবা পড়ে অশ্রু ঝরে
শেষমেশ ভেবে হই পরিণাম,
মানুষ তোরে বার বার পড়ুক ওরে
আমি চাইনা সম্মান সুনাম।