কলার খোলের নৌকাটি আমার
         এম,এ,সালাম


সুজন কেউ আছ নি আমার?
    আমাকে ফিরিয়ে দিতে পার,
সেই কলার খোলের নৌকাটি
     সেই হবে আমার বন্ধু খাঁটি।


আষাঢ় মাসের বৃষ্টির পানিতে-
    রশি বেধে ভাসিয়ে ছিলাম,
বৃষ্টির পানিতে ভেসে যেতে পারে
     বলে খুঁটিতে বেধে দিলাম।


সন্ধা বেলায় ছাইচের পানিতে-
    রশি বেধে ভাসিয়ে দিলাম,
বারিন্দাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু
   মনের অনুভুতি বুঝেনিয়েছিলাম।


কেউ কি আছ সেই দিনটি এখন-
     আজি আমায় ফিরিয়ে দিবে,
কতনা স্বপ্নের পসরা দিয়ে আমি
     ছোট্ট নৌকাটি সেজে নিতাম।


সে দিনটি নেই আজ আমার কাছে-
      কোথায় যে হারিয়ে গেছে,
বৃষ্টির পানিতে অজানা পথে
       ভেসে কোথায় যে চলে গেছে।


সুজন বন্ধু দাওনা ফিরিয়ে-
     সেই কলার খোলের নৌকাটি,
শূন্যে এ মনে রাখি  রাখিব জড়িয়ে
      শিশু কালের সেই স্মৃতি।