লুকিয়াছি আমি প্রিয়ার আড়ালে
      কেউ না যেন দেখে,
শত খুজিলেওপাইবে নাআমায়
     আমি না ধরা দিলে।


তোমার জন্য পাগল হয়ে-
    ছুটছি তোমার কাছে,
রুপাতলী হতে ডাইরেক্ট বাসে
    আসছি তোমার কাছে।


ঝালকাঠি এসে অপেক্ষা করেছ
    স্বাগত জানাবার জন্য,
তোমার ছোঁয়া পেয়ে যে আমি
    নিজেকে করেছি ধন্য।


নাস্তা খেয়েছি তোমায় নিয়ে-
   আল আমিন রেস্তোরায়,
হোটেল বয়রা মোদের দেখে
    দৃষ্টি একটু ঘোরায়।


খেচুরী খেয়েছি কলিজা দিয়ে-
   মালাই খেয়েছি পড়ে,
গরুর দুধের চা খাওয়াইছো
    বহু অনুরোধ করে।


বিল দিয়েছো তুমি সে সোনা-
     আমায় আড়াল করে,
কেন দিয়েছো ইহার জবাব
     দিব আনে একটু পড়ে।


ছবি তুলেছি সি পার্কে গিয়ে-
     সেলফি দিয়েছি কত?
একে অপরের ছবি তুলেছি
     যার যার মত শত।


ফের চলছি অটোতে করে-
     প্রিয়তমার নীরে,
গল্প করেছি নানা রসালাপ নিয়ে
   হাজারো লোকের ভীরে।