কলির কালের ছেলে মেয়েদের -
     বয়স দশ বার   হলেই,
পাকনা পাকনা কথা বলে,
    চোঁখ ফুটিয়ে গেলেই।
এমন ভাবে কথা বলে-
     বুড়ো মানুষ ফেল,
চোঁখের কোনে লুকিয়ে আছে,
      হৃদয় ভরা প্রেম।
আবহাওয়াই এই পাকনার কারন-
     কলির কাল ই পাকনার মূল,
ওদের কার্যক্রম দেখলে সবাই,
      হয় যে রে ভাই ব্যকুল।
মোবাইল দেখে আসক্তি হয়-
      নানা বাজে কাজে,
আস্তে আস্তে জড়িয়ে পড়ে,
    রূপের নেশায় পড়ে।
প্রেম কলেজে লেখা পড়া করে না-
     প্রেম শিখাইছে কে?
রহস্য ভরে কথা বলে,
    পাকনা ছেলে মেয়ে।
কলির যুগের ছেলে মেয়েরা-
     মুরব্বির মাথা খায়,
নানা-নানীর সাথে সব সময়,
      রসের কথা কয়।
বয়স হয়নি বিবাহের জন্য-
      মন পাগল পাড়া,
মোবাইল ফোনে কথা বলে,
     মাঝে মাঝে খায় ধরা।
কলির যুগের ছেলে মেয়েরা-
    বিপরিত লিঙ্গ নিয়ে ভাবে,
পথে ঘাটে আড্ডা মারে,
     ক্লাসের পড়া ছেড়ে।
পথে ঘাটে দেখা যায়-
     ছেলে মেয়েদের ছড়াছড়ি,
পিতা-মাতা ওদের ব্যাপারে,
     করে না কড়া কড়ি।
কলির কালের ছেলে মেয়েরা-
      লেখা পড়া ছেড়ে,
সুযোগ পেলেই চলে যায়,
       অন্যের হাত ধরে।