কলমের কথা(২০৮৫ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
২০-০৩-২০২৩
🔹🔹🔹🔹🔹🔹🔹🔹  
কলম বলছে নিজের জন্য
আমি আল্লাহর সৃষ্টি,
সমান নজরে লিখার তরে
দিলাম সেচ্ছায় দৃষ্টি।


আমি ইতিবাচক কিছু লিখলে
মনে শান্তি ফিরে পাই,
এই জগতের সকল কিছু যে
কলমের লিখায় পাই।


দ্বীনের বনর্না লিখতে গিয়ে
সবাই হিমসিম খাই,
বেহেস্ত দোজখের বর্নানাতে
কুল কিনারা  নাই।


এই কলমে খারাপের দিক
লিখলে মনে দুঃখ হয়,
দোজখের আযাবের কথা
লিখতে প্রাণে লাগে ভয়।


এই কলম দিয়ে দূর্নীতিবাজ
কৌশল করছে চুরি,
সুদের ঘুষের টাকার বিনিময়
দেশে হচ্ছে ভুরিভুরি।


আদালতের ওই আইন লিখায়
কলম হয় বলির পাঠা,
তেল মারিলে আইন ঘুরে যায়
কলম হয় গলার কাটা।


মানুষ কৌশলে কলম দিয়ে
করছে কত যে পাপ,
বিচার দিবসে এই পাপের
পাবে না তারা মাপ।


সত্য ন্যয়ের জয়ের নিশান
আবার পতন কলম দিয়ে,
দুই জাহানের সাক্ষী হবে
এই যে কলম নিয়ে।


এই কলমের আত্ম কাহিনির
নেই যে কোন শেষ,
লিখার শুরু হইছে একদিন
নেই তো কলমের লেশ।


বিনা বিশ্রামে লিখতে লিখতে
শেষেরও  দিবস বেলা,
সেদিনের পর আর থাকবে না
এই না লিখার খেলা।