কোন পাঠশালা? (২১৫৬ তম)
এম,এ,সালাম( সুর ও ছন্দের কবি)    
৩০-০৫-২০২৩
====================
কবিদের কোনো পাঠশালা নাই
কবিরা মনেতে ছবি আঁকে ,
কবিতার তরে নিজেকে বিলায়
ঘুরে প্রকৃতি জীবনের বাঁকে।


কবিরা তো চোখ বুলিয়ে দেখে
প্রকৃতির সব আঁকা ছবি,
দেখে দেখে কবিরা লিখে কবিতা
তাই সবাই বলে নাকি কবি।


ভাবিলেই হইবেক ভাবুক  কবি
আঁক তুমি প্রেমের ছবি,
সবাইর দূঃখের ভাগ হয়ে যাও
হয় সুখ দুঃখের ভাগাভাগি।


কবিরা দেখে দুঃস্থের অন্তর
আঁক তারা মনের খবর,
প্রকাশ করে দেয় সবার কাছে
করে ধৈর্যের সাথে সবর।


প্রকৃতি পল্লী,শহুরের শোভায়
মনের চোখ যখন মেলে,
কবির নকশায় নজর ফেলে
তখন কবির পাঠ মেলে।