কর্মের ফল (২২১৩ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
২৬-০৭-২০২৩ ইং
***********************
কর্মের ফল পেয়ে যাবেন
আজ অথবা কাল,
দেখে দেখে ঠাট্টা করবে
মিটবে সবার ঝাল।


জীবন তোমার কেমন ছিল?
কোথায় এসে গেলেন?
কত নাজ নেয়ামত পেয়েও যে
কেন যে ভুলে গেলেন?


তোমার মৃত্যুর ভয় নেই মনে
তাই ইচ্ছায় সেচ্চায় চলো,
তুমি অতীতকে ভুলে গিয়ে যে
মনের মত কথা বলো।


এই বাড়ি গাড়ি যত অট্টালিকা
গড়ায় কি অবদান ছিলো?
তুমি সদুত্তর  কি দিতে পারবে?
পারলে সেই কথাটি বলো।


তোমার ভালো মন্দ সকল কর্মের
একদিন হিসেব দিতে হবে,
বুঝুন কেমন করে এই প্রশ্নের?
দুর্দিনে সদুত্তর দিবেন তবে।


তোমার প্রভুর ভয় ছিলো না মনে
তাই লোভের মোহে পরে,
ক্ষমতার জোর কলমে খাটাইয়া
সব ছিনিয়ে আনছো ঘরে।


হায়রে সেরা মানুষ রঙিন ফানুস!
দম ফুঁড়াইলে সব ঠুঁশ,
এই খেয়ালিপনার বিচার হইবে
যেদিন হারিয়ে ফেলবে হুশ।