কষ্টের অনুভূতি (২০৬৪)
এম,এ,সালাম ( সুর ও ছন্দের কবি)
২৭-০২-২০২৩
🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹
কষ্টের রঙটা যদি দেখতে পারিতাম
আদর করে সোহাগ করে কোলে তুলিতাম।
রাখতাম যত্ন করে সোনার খাঁচায়
আমা হতে দূরে গেলে দিতাম তাকে যা চায়।
মনমাঝে কষ্ট আছে বলা যায় না
সুযোগ বুঝে ফুসে উঠে কোণ বাঁধা মানে না।
আরামের গুম হারাম করে  মাঝে মাঝে
জ্বালা বাড়ায় বলে বেড়ায় শুধু  আজে বাজে।
কষ্টের কারণে মাতাল হয়ে ঘুরেফিরে
তার থামাটা পথের মাঝে তাকে জড়িয়ে ধরে।
অর্থ সম্পদের অভাব নেই কোন যে
শান্তি নাই শুধু পরিবার পরিজনের মাঝে।
প্রচণ্ড শীতে বস্ত্র হীন অন্ন হীন লোকে
দারিদ্রের নির্মম পরিহাসে মনের কষ্ট দুঃখে।
যৌতুকের কারণে শত শত কত নারী
সাজানো সংসার ভেঙ্গে চুরমার করেই আড়ি।
দারিদ্র্য পিতা মিটাতে পারে না সাধ
পিতামাতা মনকষ্টে আঁধারে নিরবে শুধু কাঁদ।
আঘাত পেয়ে শরীর যে ক্ষত হয়েছে
যন্ত্রনায় উম্মাদ পাগল হয়েছে  সুস্থতার আশে।
সুস্থ সুন্দর আগামীর প্রত্যাশায় থাকে
কষ্টের অনুভূতি সতত মনের মাঝে এমনি রাখে।