কষ্টের পাহাড়ে দাড়িয়ে (২০৫১)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
১৪-০২-২০২৩
💊💊💊💊💊💊💊💊💊💊💊
ইদানিং কষ্টের পাহাড়ে দাড়িয়ে আমি
কষ্ট, ক্ষোভ মাপার নিক্তি খুঁজে খুঁজে ক্লান্ত
ভাবছি কষ্টগুলো মেপে দেখবো এর ওজন কত?
আবার ভাবছি পরিমাপ করতে গিয়ে হোচট খাই কি না?
কষ্টরা আমার চারিপাশে ড্রোন ক্যামেরার মত ঘুরছে
আর বলছে ব্যটা কষ্ট যদি বহিবার ক্ষমতা না থাকে
তবে এত কিছু ডোল সুরাত বাজানোর দরকার কিসে।
যে যা বলছে শুধু কান পেতে শুনে যা আর তা বুকে ধারণ
করে জমিয়ে জমিয়ে একটি পাহাড় বানিয়ে ফেল,
যদি কোনদিন সময় সুযোগ পাও তবে মনের স্পিং নিক্তিতে পরিমাপ করবি আর বস্তা ভরে বঙ্গোপসাগরে
ফেলতে থাকবি দেখবি সাগর ভরে বৃহাদাকার বেলা ভুমিতে পরিনত হয়েছে,তথায় না হয় কষ্ট গুলো রোপন করে পরবর্তী প্রজন্মের জন্য ইতিহাস রচনা করবি।
এবার আপনারাও পরিমাপ করতে পারেন আমার কষ্টের
সহজ সরল ও সুচকের অনুপাত,শুধু থিউরি জেনে নিন
কবিতার চরণে চরণে সুন্দর সুন্দর উৎকৃষ্ট উদাহরণে।
আমার মন বলছে,আমি মনোপেশিজ কষ্টে কষ্টে একদিন
হারিয়ে যাবো,সে দিন হয়তো বেশি দূরে নয়,কে আমার
কষ্টের স্বচ্ছ প্রতিচ্ছবি অনুধাবন করে ভবিষ্যৎ প্রজন্মকে
এর চিত্রটি দর্শন করবে,তার মত সত্য সুন্দর মানুষ এই
সুন্দর সংসারে খুঁজে পাই না,পেলো তারা কি তা করবে
এ আশাটুকু আমা হতে হারিয়ে যাচ্ছে দিনের পর দিন।