কষ্টের পাহাড়ে (২০২৩)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
১৬-০১-২০২৩
====================
তুমি কি মনের নিক্তিতে পরিমাপ করেছো?
মানুষের জন্যই মানুষের প্রয়োজন,
যখন তোমাকে নয়ন ভরে দেখি তখনই
মনে হয় আমার পৃথিবীটা হাতের মুঠোয়।
দেখেই মন ভরে না,ছাতিটা ছটফট করছে
একটু অনুভুতি দিয়ে দেখো ভিতরের অবস্থা
কেমন,অন্যকে বোঝানোর ক্ষমতা নেই।
সাপে যাকে ধ্বংশন করেছে সেই বুঝে বিষের
জ্বালা,অন্য কেহ বুঝে না শুধু টিটকারি দেয়।
সাপের বিষের জ্বালায় দেহ পুড়ে ছাড়খার
তেমন প্রিয়জনের দ্বারা কেহ কষ্ট পাইলে তা,
সামলে নেয়া অনেক কঠিন,সবকে বুঝান
যায় না মনের কষ্ট  আর দেখানো দূরের কথা।