কষ্টের রাত
   এম এ সালাম
       ০৪-০৫-১৯


কালো মেঘে ছেয়ে গেছে-
বরগুনার নীল আকাশ,
    পশ্চিম হতে বহিতেছে
ওই ফনীর ঘুর্ণী বাতাস।


আশেপাশের মানুষজন-
   আত্মীয়রা করছে ছুটাছুটি,
তল্পিতল্পাসহ আমার গৃহে
    সন্ধার পড়ে জুটি।


কেহ বলছে  কেমন করব ?
    বলেন ন্যাবাইজান,
কেহ বলে আপনার বিল্ডিংএ
     থাকব চাচাজান।


আশ্রায় দিলাম এলাকাবাসীকে-
    যে যার মত করে,
একে অপরের গলা ঝড়িয়ে
     শুধুই আর্তনাদ করে।


বাতাস বহিছে বৃষ্টি হচ্ছে-
    বিদ্যুতের লাইন নাই,
বসে বসে হায় হুতাশ আর
    কান্নার রোল পাই।


অর্ধাঙ্গীকে বলেছি ওগো-
    মাদুর, পাটি বিছিয়ে দাও সবাকে,
কোন রকম রাতটি কাটুক
    যে যার মত মাথাগুজে।


শিশু আর বৃদ্ধদের দেখে-
    খুবই খারাপ লাগে,
পানি আসলে কেমন করব
     ইহাই মনের মাঝে জাগে।