কষ্টের সীমনায় দাড়িয়ে (২০০৪ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
২৮-১২-২০২২
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
কি যে বলবো ভাষাজ্ঞান হারিয়ে ফেলেছি?
রঙিন জীবন সুখবিনে মর্মাহত,
বিশ্বাসের খেই হারিয়ে কষ্টের কারাগারে
পাঠিয়ে দিয়ে কি সুখ পাও তুমি।


আশাহীন প্রতিশ্রুতি অঙ্কুরেই বিনষ্ট করে
মহিরুহ হওয়ার সম্ভাবনা নেই,
যত্নহীনে প্রেমের সম্পর্ক আজ নিভু নিভু
আচরণে ভরসা নেই সুখও নেই।


অযাচিত ভালোবাসার আনন্দে বিভোর মন
লোক দেখানো সম্পর্কের দাম নেই,
একতরফা ভালোবাসা দিয়ে গেলে কি চলে?
যেখানে পারফর্মেন্স নেই কানাকড়ি।


যে সুখ হারিয়ে গেছে তা পাওয়ার আশা নেই
জানি কষ্ট ছাড়া হয়না ভালোবাসা,
সুখ পাখিটি এক বুক কষ্ট নিয়ে ডানা ঝাপটায়
গন্তব্যে পৌছার সম্ভাবনা প্রায় ক্ষীণ।


কষ্টের পরে  যদি ছুটে  আসে আনন্দ ও সুখ
মেনে নেওয়া যায় সব অনায়াসে,
আশার প্রদীপ আবার জ্বলে উঠুক পূনবার
মুখ খুলে সাড়ার অপেক্ষায় আছি।