কোথায় আষাঢ়?
    এম এ সালাম
      ০১-০৭-১৯


আষাঢ় মাসের সতের আজই-
  কোথাও নেইকো আষাঢ়,
আজ বৃষ্টি বিনে কৃষকের কণ্ঠে
   নেই বৃষ্টির গান ভালবাসার।


আষাঢ়  মাসে বৃষ্টি বিনে -
     ধারণ করেছে গ্রীষ্মকাল,
ষড়ঋতুর সোনার বাংলায়
      কি হবে কৃষকের হালচাল।
    
  কোথাও বৃষ্টি নেই, পানি নেই-
     আছে খাঁ খাঁ রোদের আলো-
বৃষ্টি বিহীন হাল চাষীদের
      মন মানুষিকতা নেই ভাল।


বীজ বুনবে চাড়ার ক্ষেতে-
     ক্ষেতে নেইরে পানি,
অগ্রহায়ন মাসে ধান না পাইলে
     কপালে কি হয় তাদের জানি।


ভরা বর্ষাকালে বৃষ্টি নেই-
     ঝড়ছে রোদের গরম,
জনজীবন গরমের জ্বালায়
     অতিষ্ঠ আজই চরম।


আষাঢ়ে বায়ুর সাথে বহিতেছে-
    চরম গরম বাতাস,
ফ্যানের বাতাসেও বহিতেছে
   অতৃপ্তির হায় হুতাস।