কোথায় গেলো হারিয়ে হারিয়ে  (২২২৬ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
০৯-০৮-২০২৩, ইং
**************************
কোথায় গেলো হালের বলদ
কোথায় গেলো মই?
কোথায় গেলো বৃষ্টির ঝোংড়া
সেই চিন্তা আর কই?


কোথায় গেলো কোলার আইলে
পান্তা মরিচের ভাত?
মাসঠিকা আর মালিক মিলে
খাইতো মরিচ ভাত।


কোথায় গেলো গোয়ালের গরু
কোথায় গেলোসেই খৈ?
কোথায় গেলো দুই হালে লাগানো
সেই লম্বা একটা মই?


কোথায় গেলো চোরপ্যাচার দল
কাঁক শালিকের ঝাঁক?
কোথায় গেলো কোলার কোরাল
সেই ঝিঁঝি পোকার ডাক?


কোথায় গেলো মাছ ধরার ফাঁদ
শাড়ির আঁচলের  ছাবি?
ছাবি দিয়ে পাঙ্গাস মাছ ধরা
আর  কি  ফিরে পাবি?


কোথায় গেলো চড়ের ছৈলাগাছে
জোনাকি পোকার আলো?
কোথায় গেলো হোগোলের গুড়ির
সেই পিঠে খেতে কত ভালো।


কোথায় গেলো খেক শিয়ালের
রাতে হুংকার উচ্চস্বরে?
কোথায় গেলো সেই খাটাশ ভেজি
তালগাছে শকুন বাদরে?


কোথায় গেলো রাতের পুঁথিপড়া
বাউল বাটিয়ালি গান?
কোথায় গেলো সকাল সন্ধার সেই
পাখ পাখালির কলতান?


কোথায় গেলো মাটির হাঁড়ি বাসন
কোথায় মাইট কলস ঝুড়ি?
কোথায় গেলো পিঁতলের ঘটি বদনা
কোথায় কামার কুমারের বাড়ি?
                
কোথায় গেলো ওই ছন খ্যারের ঘর
ঢেঁকি কাইওলে ছাঁটা ধান?
কোথায় গেলো সেই মাঝির নৌকা
পালতোলা ভাটিয়ালি গান?


কোথায় গেলো গাভীর দুধের দই
কোথায় পালকি গাড়ি?
কোথায় গেলো সেই খেজুর পাটালি
কোথায় রসের হাঁড়ি?


কোথায় গেলো সেই কাঠের খরম
কোথায় ল্যাম্ হেরিকেন?
কোথায় গেলো তালপাতায় লেখা
কোথায় তামার কয়েন?
                          
কোথায় গেলো দারিবাঁধা খেলা
কোথায় লাঠির সেই ডান্ডা?
কোথায় গেলো মাষ্টারের লাঠি
ছাত্র/ছাত্রীদের করত ঠান্ডা।