কোথায় মনুষ্যত্ব?(১৯৮৬)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
১১-১২-২০২২
==================
নিশী রাতে পশুপাখি ডাকে
যে  যার মত সুরে,
দুই অক্ষিতে ঘুম আসে না
রুটিন যায় যে ঘুরে।


ভাবী নিরলায়  একলা বসে
তখন স্তব্ধ চারিদিক,
কষ্টে ক্ষোভে বুক ফেটে জল
মানুষের চেতনা বেঠিক।


লোভে কেউ ঘুরে টাকার পিছে
কেউ বা নারীর পিছে,
কেউ  আবার লালসায় ধান্ধায়
ঘোরে টাকা নারীর পিছে।


মানুষের মাঝে নেই মানুষত্ব ভাই
এই ঘোর অন্ধকার যুগে,
পুত্রের দোষে পিতার বিচার  হয়
অবিচার দাও না রুখে।


মাগো হতে চাই আমি সবার সেরা
তোমার সু-দোয়া পেলে,
কাহারো কাছে হাত পাতব না যে
নয় অত্যাচারীর দুয়ারে।


আজ  মানুষ  যার যার স্বার্থ নিয়ে
মহাব্যস্ত প্রতিপদে পদে,
মুক্তার আশায় সাগর ঝাপ দেয়
ঝিনুক খুঁজে পায় না নদে।