কৌলীন্য
     এম,এ,সালাম


মুরব্বিদের নিকট একদিন শুনেছি-
নদীর জল ঘোলাও ভাল, অন্যদিকে
     জাতের মেয়ে কালোও ভাল।
কিন্তু কি আর করা যায় আজকাল-
    ছোটছোট ছেলে মেয়েরা ইঁচড়ে পাকা,
ওরা পাকনা পাকনা কথা বলে।
জানি,অল্প পানির মাছ গাউ মারে কম
গাঁধা পানি ঘোলা করে খায়,
বাদরের গায় ঢিল ছুড়ে মারলে
   ও কমলা ছুটে মারে একের পড় এক।
ঊঢ়ি যদি করাতে চাও,ছেলে ও মেয়েকে-
বংশমর্যাদার প্রধান্য দিতে হবে সর্বাজ্ঞে,
উলুবনে মুক্তা ছড়িয়ে লাভ নেই।
বন্ধুগন জেনে রাখুন সস্তার তিন অবস্থা-
টাকার মূল্য তখনই বৃদ্ধি পায়,
ক্রয় বিক্রয়ে মাপকাঠি নিরুপনে।
শিক্ষিত মানুষ, শিক্ষার মর্যাদা দেয়-
যদি কেহ বড় গলায় বলতে থাকে,
ইফ ইউ মাইনাস ফাইভ,
আন্ডার মেট্রিক গ্রাজুয়েট তাকে
কি আর বলা যায়,অল্পশোকে কাতর
আর অধিক শোকে পাথর।