কৌশলে লুফে নেয় (১৯৯৮)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
২৩-১২-২০২২২
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
মানুষের হাড় মুখে চিবায়
বুদ্ধিমান ওই শিয়ালে,
সাথে তাদের যোগ দিলো
কয়েক কালো বিড়ালে।


নজরকাঁড়া কয় রাক্ষুসে
আলোচনা করে মিলে,
শিয়াল থেকে কেড়ে নিবে
একাত্বতা করে যে দিলে।


দেশের সকল দাড়কাকেরা
বোকা আর গোঙ্গারাম,
কাকা করে আর বাসি খায়
বুঝেনা বাম আর ডান।


নজরকাড়া কয়েক গাঁধারা
মুলা দেখে সামনে ঝুলে,
তাই না দেখে কয়টা ছাগল
রাগে থাকে মিছে ফুলে।


স্বার্থবাদী কুকুরের দলেরা
ওই বাঘের পিছনে ঘুরে,
হাত পা টিপে বাঘের থেকে
স্বার্থ  নিতে চায়  কেড়ে।