কৃতজ্ঞ (২৪৬৯ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
০৮-০৪-২০২৪ ইং
==================
ঋণ পরিশোধ করা কর্তব্য
উপকার তো  নয়,
উপকার হল মানবিক দান
যখন দরকার  হয়।


উপকারীর উপকার স্বীকৃত
কৃতজ্ঞতা প্রকাশ কর,
এতে মানুষের পরিচয় মিলে
জীবের সর্বোচ্চ পদ ধরো।


অনেকে আছে এই জগতের
সুন্দর আজব মানুষ,
উপকারীর ক্ষতি করে যারা
তারা কৃতঘ্ন অমানুষ।


মানবিক এমন মানুষ আছে
বিশৃঙ্খল এই সমাজে,
বিপদ আপদে উপকার করে
আবার মাথায় উঠে বসে।


দেখি আবার অনেক মানুষ
নিজের স্বার্থসিদ্ধি হলে,
ভুলে যায় সে উপকারের কথা
উলটো অপবাদ দিয়ে চলে।


মানুষ তো ভাই পরনির্ভরশীল
কর সু-মানুষের আচরণ,
স্রেষ্ঠ মানুষ হয়ে হুশ হারিয়ে
কর মানুষত্ব বিসর্জন।