ক্রোধের পরিণতি
এম,এ,সালাম(সুর ও ছন্দের কবি)
২৮-০৩-২০২২
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
ক্রোধ মানুষের সহজাত প্রবৃত্তি
মনে রাগ লুকিয়ে থাকে,
দেখুন রাগের নেশা পেশা নয় যে
রয় জীবন নদীর বাঁকে।

রাগের জালে ক্রমাগত যখন
সকল মানুষ আটকে রয়,
ক্রোধের জালে কালের বিবর্তনে
সুখের জীবন করে ক্ষয়।

হিংসার আগুন জ্বলে দ্বিগুণ
ক্রোধ নিভে না পানিতে,
ক্রোধের জাদু বশ করে সব
যদি মনের স্কেল জানিতে।

ক্রোধের জীবাণু থাকলে মনে
রোজ ঝগড়া লেগে যায়,
কেহর মাথা গরম হয়ে গেলে
হয়না কভু কিছুই জয় |

কঠিন মায়ার বাঁধন ছিন্ন হলে
ক্রোধে আপন হয় পর,
ক্রোধের খড়গ হাতে নিলে কেউ
তেড়ে আসে ভীষণ ঝড় |

রাগের আগুন চাপা রাখিলে
শান্তি পাবে জীবন ভর,
ভালোবাসায় করিবে বিশ্বজয়
সুখের আলো ভরবে ঘর |