কুরমানীর গরু, কিনতে গেছি-
     রায়ভোগের বাজারে,
যাইয়া দেহি  গরু উঠছে
      এ্যাকছের, হাজারে-হাজারে।


গরু দেইক্কা বেদিক অইছি-
  ওরে কত্তর কত্তর গরু,
একাকটার চামরা অইবে ভাইরে
    কোম্বলের নাহান পুরু।


দামের কথা হুইন্না মুই-
    বেদিক অইয়া যাই,
দিশা না পাইয়া হোডোলে যাইয়া
    দুই গেলেশ পানি খাই।


মোর লগেরতায় পানি খায় নায়-
     খাইছে দুইহান পান,
আবডালে যাইয়া আঁকিজ বিড়িতে
     জোরে দেছে টান।


হাত দিয়ে দেহি গরুর গায়-
    দামের উঠছে ঝড়,
ছত্তারইরা কয় আজাহাইরারে
    পরিরখালে যাইয়া মর।
    
এই আডে মুই আইতে চাই নাই-
   তুই স্যারেরে লইয়া আইছ ক্যা,
হয়াল থাকতে হুন্ডায় চইড়রা
   গেদু বাড়ীর দিকে যা।


বাড়ীর কুলের ছোড গরুতা-
     কিনমু আনে মোরা,
রংডা একটু খারাপ অইলেও
    গোস্তে আছে ভরা।


সবাই একমনে দিলে কুরমানী-
       আল্লাহ খুশী অইবে,
ছোড গরু দেইক্কা মাইয়াজামাই
      জম্মের ব্যাজার অইবে।


আতে আছে কম টাহা-
     মোর কিছু করার নাই
এই জন্য মুই ছোড গরুডা
       এবার কিনছি ন্যাবাই।


বিদ্রঃ- বরিশালের আঞ্চলিক ভাষায় লিখা