মনটা আজ বড্ড খারাপ-
   পোড়া লাশের গন্ধে,
শোক দিবসে শোকের মাতাম
    নেই মন আনন্দে।


মনটা কাঁদে ভাইদের জন্য-
    যারা দিয়েছিল তাজা প্রান,
রক্তে ভেজা কৃষ্ণ চুড়ায়
     পাই পোড়া লাশের ঘ্রান।


শহীদ মিনারে ফুল দিয়েছি-
    ভাষা শহীদের স্মরণে,
চক বাজারে লাশের প্রতি
    শ্রদ্ধা বিনম্র স্মরণে।


আকাশ বাতাসে ধ্বনিত হচ্ছে-
     ভাই হারানোর কান্না,
এরই মধ্যে চকবাজারে শুনি
     স্বজন হারানোর কান্না।


শোকের মাতামে আঁখিজলে-
     ভাইগো তোমায় স্মরণ করি,
পোড়া লাশের ভারী খাটিয়া
     শোকে কাধে ধারণ করি।
    
তাজা রক্ত দেখতে পাই-
    শিমুল, পলাশ,জবা ফুলে,
স্বজন হারানো পোড়া লাশের গন্ধ
     স্বজনরা কেমনে যাবে ভুলে।
    
পোড়া লাশের গন্ধে কাঁদছে-
     বাংলার আকাশ বাতাস,
মাটি বলছে সইতে পারি না
     আর নীরহ মানুষের লাশ।