লাটাইর মাথে ঘুড়ি
  এম,এ,সালাম
   ১৪-১০-২১
=======================
রঙ ধনুর ওই সাত রঙতে আকাশ রঙিন
নীল আকাশে মেঘের ভেলা ভাসে সারাদিন।
গাড় সবুজের ছড়াছড়ি ওই পাহাড়ের গায়
কোমল পায়ে নুপুর বাজে আলতারাঙা পায়।
বক কনেরা,হলদে পাখি দলে করে ঊড়াউড়ি
লাটাইর মাথে আকাশ পানে উড়ছে বাঁধাঘুড়ি।
গভীর রাতে হুররে হুয়া খেক শিয়ালের ডাক
ভোরের আভায় ডাকে কত দোয়েল কাক।
ফুল বাগানে ফুটেছে যে ফুল বেলি জবা লাল,
এক পায়ে দাড়িয়ে আছে সুপারি, নারি, তাল।
সাগরে ঢেউয়ের তালে ভেসে আসে সাদা ফেনা
মনের কথা ভালবাসা,টাকা দিয়ে যায় না কেনা।
সবুজ শ্যামল রুপালী রঙে কত যে ছবি আঁকি
গাছপালা নদী নালা খালবিলে দেখি কত পাখি।
কাজল কালো কোকিলের কন্ঠে কুহু ডাক সুমধুর
রাতের আধারে ঘুমিয়া পড়া সোনালী সকাল বহুদূর।