লেফাফাদুরস্ত
     এম এ সালাম
      ১৮- ০৪-২০


যার কথার সাথে কাজের মিল-
     কখনো দেখা নাহি যায়,
ইসলামের পরিভাষায় তাহাকে
     কি উপধি বা দেওয়া যায়?


মুখে মধু অন্তরে থাকে যাহার-
     নীল রঙের বিষে ভরা,
জানিতে পারিলে বিষের কথা
    সে প্রয়োগ করিবে ত্বরা।
    
গাছে তুলে মই কাড়া, ঘরভেদী-
    নিমক হারাম আয়নার ছবি,
পাড় করিলে ওই পাটনি ভাল
  ওপাড়ে উঠলে ভুলে যায় সবই।
  
ঘাতকের  চেহারা,আয়নার ছবি-
    সে যেন এক মহাগুরুর দীক্ষা
প্রকাশ্যে ভাব প্রদর্শন করে সে
   আসল নকল সবই বিষে মিথ্যে।


সমাজে বড় কথা বলে বেড়ায়-
   কথা দিয়ে কথা রাখে না যে,
নিজেকে ঠাট বজায় রেখে
  ভাব দেখায় সমাজের বড় সে।


কুইসলিং করে হতে চায় যে-
     সমাজের বড় মাপের নেতা,
সমাজ তাকে কোন দিন ই বন্ধু
     সু- নেতা মানিবে না যথা।