লোক লজ্জার ভয়ে
      এম,এ,সালাম
অনেক ইচ্ছে তোমাকে কিছু বলব-
    ভয় পাই যদি কেহ কিছু বলে,
তোমাকে নিয়ে অনেক ছবি আঁকি
    দেখাতে পারি না যদি লোকে কিছু বলে।


অজানা পথে নির্জনে হাটতে আছি-
   তোমাকে এক নজর দেখবো বলে
স্বাক্ষাত হলে কি ভাবে বলব কথা?
     ভয় পাই যদি কেহ কিছি বলে।


মেঘের বেলায় একা ছুটে চলেছি-
    মেঘ বালিকার কাছে,
খবর নিব নজর দারিতে রাখব
     নিতে পারি না যদি লোকে কিছু বলে।


মনের মাঝে একটাই ইচ্ছা-
    তোমার মন করিতে চাই জয়,
আবার হৃদ মাঝারে প্রশ্ন জাগে
     যদি লোকে কিছু বলে হায়।


আমার ভগ্ন দেহটা মিশাতে চাই-
     তোর নগ্ন দেহের সাথে,
একটু খানি শান্তি ছোঁয়া খুজি
     পারি না লোকে যদি কিছু বলে।


তোমাকে যাহা বলিতে চাই-
     বল, কি করে যে বলি?
সাহসের বড়াই করিতে আসিয়া
    লোক লজ্জার ভয়ে এড়িয়ে চলি।