মা মাটি মমতা(১৯৯৬)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
২১-১২-২০২২
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
হৃদে আমার লাগলো দোলা
মা মাটি মমতার টানে,
খাঁটি  মাটি তার আঁচল পাতি
চেয়ে আছে মুখপানে।


নিজ ইচ্ছায় উঠেছি জাগি
মা,মাটির বক্ষ ফাটি,
হাসিতে তার মুক্তা জড়ছে
কষ্টরাশি গেছে টুটি।


তার মহাবিল তার সমীরণ
তারই ভানুর আলো,
দিক থেকে ওই  দিগন্তরের
মিটলো  সকল কালো।


জন্মেছি এই পাংশুর বুকে
তার নাড়িতে বাঁধা,
জন্ম মৃত্যু এই বীরমাটিতে
হিমাংশু সুতায় গাঁথা।


মৃত্তিকা মায়ের বক্ষ চিরে
ছুটছে জলের ধারা,
সাগর সলিলে চলছে ছুটে
আনন্দে আত্মহারা।


আমার শরীরে আমার হৃদে
মা মাটি মমতার টানে,
ধনী দরিদ্র সব মানুষের
সুর বয়ে যে আনে।