মাঘের মেঘের গল্প
     এম,এ,সালাম
      ১০-০২-২০


আকাশ মেঘে ভর্তি-
    ছেয়ে গেছে সর্ণালী সকাল,
আঁখি মেলে চেয়ে দেখি
     হয়তো এসেছে বর্ষাকাল।


এখন ইচ্ছেরা ডানা মেলে -
     যেতে চায় উড়ে,
মাঘের মেঘের সকাল দেখে
     মন গেল যে ঘুরে।


হতাম যদি আকাশের মত-
   শঙ্কাহীন, বেদুইন, বাঁধাহীন,
লাগাম ছিঁড়ে ছুটে চলতাম
    নিরবধি, থাকিত বৃষ্টিহীন।


ওই কালোমেঘে ছেয়ে গেছে-
     গোটা মাঘের আকাশ,
মনের জানালায় বহিতেছে
      নিরানন্দের বাতাস।


তরমুজ চাষী ভাবছে বসে-
    গালে হাত দিয়ে,
উত্তরের হাওয়ায় দক্ষিনা বাতায়
     নিয়ে যায় বাগিয়ে।


মুষলধারে বৃষ্টি হলে-
    যাবেনা তরমুজের বীজ বপন,
বিশবিশে দেখেছিলাম কত
     মধুর মধুর স্বপন।


বছর পড়ে স্বপ্নের বন্দরে-
     ভীরবে সুখের তরী,
মাঘের শেষের মুষলবৃষ্টি
     স্বপ্ন নিয়ে গেল উড়ি।


চাষী কপালে হাত মেরে-
    তার ভাগ্যের বিচার করে,
বিধি বলে যা কিছু হয়,হবে
     দু,হাতের কর্মের উপরে।