প্রয়োজনের তাগিদে বানালাম-
    খড়কূটো দিয়ে বাসা,
এ বাসা মোর পুড়িয়ে দিলো যে
     মনের সকল আশা।


ধান শুকিবারে খইল্লান বানাই-
     সকাল সন্ধা রোদে,
তারই পাশেই বাসা বানালাম
    ধান চুরি এরাবার রোধে।


খড়ের বেড়া, খড়ের বিছানা-
    খড়ের দিলাম ছাদ,
তারই মধ্য শুয়ে দেখা যায়
     রাতের আকাশের চাঁদ।


কন কনে রাতে, শীত তাড়াতে-
     শ্রেষ্ঠ খড়ের তৈরী বাসা,
এই বাসা আমোর মিটিয়ে দিল
     মনের সকলই আশা।


বিবিকে নিয়ে শুইলাম যখন-
   প্রিয় খড়ের বাসার তরে,
আদর সোহাগে বিবি বলিলেন
    স্বামী পর করিবেনা মোরে।


মাঘের শীতে বিশ্রাম নিতে-
  আরামের চেয়ে আরাম,
এই সময়ে পাকা বাসার সুখ
    আমার কাছে হারাম।


শীতের মৌসুমে খড়ের বাসায়-
     যদি কেহ শুয়ে থাকেন,
মন্তব্যের মাধ্যমে সুখের কথা
     আমাকে জানিয়ে দিবেন।