মায়ের ভাষা (২০৫৮)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
২১-০২-২০২৩
অ......ই------ক......খ


মায়ের ভাষা লালন করে
চলছি দেশে হরদমে,
এত তৃপ্তি পাই না কোথাও
সুন্দর এই ধরাধামে।


মাগো তোমার মুখের ভাষা
কত যে মধুর লাগে?
তোমার কাছে বাংলা শেখা
সতত মনেপ্রাণে জাগে।


মাগো,তোমার মুখের মিষ্টি ভাষা
প্রাণে দিয়েছিল দোলা,
রফিক,শফিক,সালাম,বরকত
শহীদের যায় না ভোলা।


ওই বীর শহীদদের রক্তের ঋণ
হাজার বছর ধরে দিব,
তবুও বাংলা  মায়ের মুখের ভাষা
মুখে আপন করে নিব।


পাক নেতাদের বৈরী আচরণ
আমরণ  মনে রাখবে,
বীর বাঙালি ভাষার ইতিহাস
স্বর্নাক্ষরে মনে রাখবে।


আজ প্রাণখুলে দোয়া করি গো
ওই বীর শহীদের জন্য,
আন্তর্জাতিক মার্তৃভাষা বাংলায়
কথা বলতে পেরে ধন্য।