মুরব্বি হিসেবে মামার কথা-
    ভাল হলে মেনে নেও,
সত্য কথা বলতে ভাইরে
     মামাকে কর  নারে ভয়।


মামার  আদেশ মানতে রাজি-
    যদি জানার কিছু থাকে,
মামায় কিন্তু বলতে পারে না
    ভাইগ্না যদি হয় বাজে।


শত হলেও মায়ের ভাই-
    মোদের অভিবাবক,
মামায় কিন্তু দেখায় মোদের
    সঠিক পথের পরিচায়ক।


মামায় কখনো অমঙ্গল চায় না-
    ভাইগ্না,ভাগ্নী,বোনের,
মামায়, মামি কেমন আত্মীয়
     জানা আছে প্রতিজনের।


পরামর্শ নেও মামার থেকে-
     সে যে তোমার মামা,
ভাইগ্না-ভাগ্নীর ক্ষতি করিলে
    তারে করিবে না মামা ক্ষমা।