টাকা নাকি দ্বিতীয় খোদা-
   সবাই বলে বেড়ায়,
বিরোপ মনটা টাকাই নাকি
   সঠিক পথে ফিরায়।


তৈল ছাড়া চাঁকা ঘোরে না-
    তৈলেই মন ফিরে,
হর প্রসাদশাস্ত্রীর তৈল প্রবন্ধ
    পড়ে মন ঘোরে।


এ পৃথিবী টাকার গোলাম-
   সবাই টাকার জন্য পাগল,
টাকার জন্য স্পৃহা নেই যার
   সে আসলেই যে ছাগল।


টাকা থাকলে বাঘের চোখ-
   সতত মিলানো যায়,
অসম্ভব কাজ টাকার দ্বারা
    সতত করাণো যায়।


টাকার জন্য কিশোরী মেয়ে-
     ঘাটের বুড়ার সাথে,
বিয়ের জন্য রাজি হয় সে
    সম্পাদ পাবার আসে।


মিথ্যা মামলা-অপবাদ সত্য হয়-
      শুধু টাকার জন্য,
নির্দোষ ব্যক্তি দোষী সাব্যস্থ
    সরিষার তৈলের জন্য।