মানব দেহ (২২২৮ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
১১-০৮-২০২৩ ইং
=================
মাটির দেহ গড়ছেন প্রভু
হায় কত সুন্দর করে?
মানুষাকৃতি কারুকাজের
শেষে রুহ দিছে ভরে।


দেহের ভিতর প্রতি অঙ্গের
কত ভিন্ন ভিন্ন নাম?.
লোহা লক্কর বিহীন দেহের
কত হাজারে কাম।


আটকানোর জন্য এই দেহে
কোন নাট বলটু নেই,
রক্ত মাংসের এই দেহখানি
ভিন্ন ভিন্ন কাজ তাই।


এই কায়াতে মাটির দেহেতে
বিস্ময়ের কিছু নাই,
তবুও প্রভু উদ্দেশ্য মূলকভাবে
সৃজন করেছে তাই।


মানব দেহের সব শরীরের
মধ্য এমন কিছু নাই,
বিনা প্রয়োজনে সৃষ্টি করেন
মহান মালেক সাঁই।


স্নায়ুর ভিতর রেখেছে মালিক
কত জ্ঞানের ভান্ডার?
দু,চোখ দিয়ে দেখি কত যে
ধরার আলো আন্ধার।


শোনার জন্য দিয়েছেন প্রভু
দুটি কানের কার্যক্রম,
মুখের ভিতর দাত দিয়েছেন
করতে কত খাদ্য গ্রহন।


হাত পা দিয়েছেন চলাচলের
জন্য দেহে এই দুনিয়ায়,
তানা হলে এই সেরা মানুষেরা
দুনিয়ায় থাকতো অসহায়।


গলায় স্বর দিয়েছেন মনের ভাব
সুবিধা মত কর প্রকাশ,
প্রভুর শুকরিয়া আদায় করো
হয়ে যাও একজন দাস।