মানবতা আজ কোথায়?
                এম,এ,সালাম
                 ২০-০৭-২০


শিশু যে অবুঝ, বুঝ নাহি ওদের ঘটে
ওবুঝ বলিয়া অর্থের লোভে
নিজেকে পরিশ্রমের তরে  বিসর্জন দিয়ে,
সতত  বিকিয়ে দিতে পাড়ে।


ওদের অধিকার আছে স্বাধীন ভাবে চলার
  শিক্ষালয়ে  জ্ঞান শিক্ষা করার,
স্বাধীন ভাবে মনের আশে খেলাধুলা করার  সুযোগ নেই অধিকার হরণ করার।


অবুঝ বলে পড়া ছেড়ে সেচ্ছায় শ্রমে করে
কেহ বা  জোরে  শিশু শ্রমে ভরে,
অভাবের তাড়নায় মা-বাবার অনুমতি নিয়ে
  পেটের দায়ে  অপরের কাজ করে।


ঝিয়ের কাজ করতে গিয়ে কত কথা শুনে?
কেহ আবার সুযোগে প্রেমের বীজ বুনে,
সাহেব বেগমের মনের মত কাজ না হলে
গরম পানি, খুন্তির ছ্যাকা দেয় বুঝে শুনে।


শিশুরা  আমাদেরই সন্তান অতি আপন জন
পেটের দায়ে বিকিয়ে দেয় দেহ মান,
শিশুদের কষ্টে দেশের কেউবা  মনে কষ্ট পায়
শ্রম বন্ধে  সরকারের পদক্ষেপ নিতে হয়।


বিদ্রঃ- প্রায়ই মিডিয়ায় দেখা যায় শিশু শ্রমের পরিণতি আত্মহত্যার মত ভয়াভহ রুপ নেয়
তাই একটু লিখলাম।