মানসিক প্রশান্তি (২১৬৫)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
০৮-০৬-২৩ ইং
===================
যদি মানসিক শান্তি না থাকে
পুরা দুনিয়া অন্ধকার লাগে,
মনের মাঝের শূন্য প্রকোষ্ঠো
সতত রহিয়া রহিয়া জাগে।


খাওয়া দাওয়ায় ভালো লাগে না
ভালো লাগে না কোন কর্মে,
প্রেম ভালোবাসা ভালো লাগে না
ভালো লাগে না কোন ধর্মে।


মানসিক রোগে পাইছে যাহারে
সে যে মরছে ধুকে ধুকে,
এই জগৎ সংসারের কোথাও
রোগী নেই যে মন-সুখে।


মনের মাঝে শান্তি থাকলে
গাছ তলাও শান্তি,
মন মানসিকতা ভাল না হলে
রঙ মহলে অশান্তি।