মানুষ খুঁজি -১
     এম,এ,সালাম
               ৩০-১০-২০


কত শত হাজারে,মানুষের মেলায়
        ভাল মানুষ পাওয়া দায়,
মানুষের মতো,দেখিলাম কতো
         তারা তো মানুষ নয়।


আমরা যে মানুষ, ভাবি সর্বদাই
        সবাই মানুষ ভাল,
নিজেকে না মানিয়া, অন্য কে আনিয়া
        জ্বালাই জ্ঞানের আলো।


মুখে বড় কথা বলি, অন্তর যে খালি
         ভাবি যে বড় জ্ঞানী,
মধুর কথা বলি, অন্যায় পথে চলি
        মিথ্যাকে সত্য মানি।
            
শরীরের রন্ধ্রে রন্ধ্রে, পচনের গন্ধে
          ঠিকে থাকা বড় দায়,
হায়!নাক কান বুজে, মাথাটা গুজে
         মানুষ বড় বেকায়দায়।


পৃথিবীর শেষ্ঠ মানুষ,থাকে বেহুশ
      লোভের পাগল হয়ে,
পেটে ভাত দিলে, পিঠে কিলালে
       মুখ বুজে সব শয়ে।