মানুষ মানুষের শত্রু
   এম,এ,সালাম
    ০৬-০২-২১
------------------------
ধরায় মানুষ মানুষেরই শত্রু
লোভে মানুষ অমানুষ হয়,
ইতর পিশাচ ভয়ংকর  রূপ
  স্বার্থেই  কেউ কারো নয়।


মুখোশ পরে সাজে কত যে
মনে হয় মানুষ মহামানব,
কর্ম নিয়া ভাবিয়া দেখিলে
সে যে নিকৃষ্ট মহা দানব।


এখানে মন নেই মনের দেশে
   প্রেমের বদলে পুষে ঘৃণা,
হুজুর সেজে পরের মেয়েকে
   বিয়ের বদলে করে জিনা।


মানুষ মায়া মমতায় অন্তরালে
  ছড়িয়ে দেয় বিষবাষ্প কত?
কয়লা ধুইলে  ময়লা যায় না
   মলমে ঘুচে না মনের ক্ষত।


মানুষের আঘাত গুলির চেয়ে
   বেশী ছেদ করে অন্তরে,
দুধ কলা দিয়ে যত পুষো না
   প্রবেশিবে না ওই মন্তোরে।


মানুষের শত্রু মানুষের মাঝে
  বিরাজমান নেক সুরাতে,
স্বার্থ দেখিলে রক্তের বন্ধন
এক তুরুপ লাগে ফিরাতে।