মাথাকেটে মানবতা
     এম এ সালাম
        ০৪-০৫-২০
মাত্রাবৃত্ত ছন্দ= প্রেমেন্দ্র মিত্রের Rule
----------------------                নিজেকে অনেক  বড় ভাব
   বউ বলে চাল  নেই ঘরে,
সে বলে রাধনা সের তিনেক
  মানবতা দেখা  ও  আর পড়ে।


টাকা না থাকলে   ধার দেনা
    মুছাফির আসে  এ দুয়ারে,
একশ,পাচশ  দান করে সে
   দেখুক জনতা   লোক সমাজে।


ঘরে ইঁদুর পড়ে  আর মরে
বলে যায় ক্ষনে মানবতার বুলি,
ঋণের ভিতর   হাবু-ডুবু
  ঋণেরই কিস্তি  এক ফালি।


দানে হাত হার  মেনে যায়
   বড় শিল্পপতি  আছে যারা,
ঋণের চিন্তায় থাকে সতত
     ওই হকদার  দুয়ারে খাড়া।


যদি ও আমার  শক্তি নেই-
    কিন্তু সমাজ তাহা দেখেনা,
বাইকে চড়িয়া  ঘোরাঘুরি
    নিজেকে সমাজে ছোট করনা।