মা রেঁধেছেন বিরানী ইলিশ-
    সাথে ঝালে ভুনা কোরাল,
মায়ের খাবারের ঘ্রান পেয়ে
    উঠল ডেকে  বিড়াল।


মা,রেঁধেছেন আউশ চালের-
      নরম গরম ভাত,
মেহেদী বেটে লাল করিল,
    মায়ের দুটি হাত।


হলুদ বাটিল পাডা-পুতায়--
   হলুদ বেটে হলুদ হল,
লালের উপর হলুদ লেগে
   হাত লালে হলুদ হল।


থালায় যখন ভাতের উপর-
     দিলো মাছের ঝোল,
হলুদ রঙের ঝলকানিতে
    আসল মুখে লোল।


ধনে পাতায় স্বাদ বাড়াল-
     কোরালের হলুদের ঝোল,
মায়ের হাতের খাবার খেয়ে
    অতৃপ্ত মনটা দিল দোল।