মায়ের জন্য নিবেদন (২০৪১)
এম,এ,সালাম(সুর ও ছন্দের কবি)
০৫-০২-২০২৩
=====================
অনেক কষ্টের এই সংসারটা
মা,তোমাকে দিয়ে দিলাম,
গুছিয়ে রেখো  নিজের মত
আমি কিছু নাহি নিলাম?


সংসারের প্রতিটা জিনিসের
ভিতর খুঁজে পাবে মা,
আমার কষ্ট জড়ানো ছোঁয়া
তোমরা করবে দোয়া।


আনন্দে ফুর্তিতে বাবার ঘরে
বাধাহীন হাসি খুশিতে,
ছিলা মাগো উল্লাসে মেতে
বাঁধা ছিল না কোথা যেতে।


মাগো,জ্ঞান দিয়ে সব করিবে
সমালোচনা যেন না হয়,
তবে আচরণ দিয়ে সবার মন
তুমি করিতে পারবে জয়।


হৃদয়ের  সকল  ভালোবাসা
দিয়ে আগলে রেখে সবারে,
তুমি  এখন বধু রুপে আছো
একজন সৎ স্বামীর  ঘরে।


মা,তোমার স্বামী যুগের সেরা
তুমি গর্ব করে বলবে,
স্বামীকে তুমি শ্রদ্ধা সম্মান দিয়ে
তুমি আজীবন চলবে।

মা,আয় বুঝিয়া  ব্যয় করিবে
জমা রাখলেও তোমাদের,
মরার পরেও  কিছু নিবো না
সব থাকবে তোমাদের।