মায়ের প্রতিদান
এম,এ,সালাম
  ১৮-১২-২১ইং
===============
মায়ের দেহের সব রক্ত চুষে
চোখে পেলেন আলো,
এই পৃথিবীতে  মায়ের মত
বাসে নি কেউ ভালো।


মায়ের কাছে শুনে তুমি
শিখছো মুখের ভাষা,
মা যে তোমায় মিটিয়ে দিল
মনের যত আশা |


মায়ের হাতটি ধরে তুমি
শিখলে  পথ চলা,
মা মা রবে ডেকে তুমি
শিখলে কথা বলা |


আজ তুমি এক বড় মানুষ
মাকে করছো হেলা,
মা যে তোমার সব দুঃখেতে
কাঁদে  চারি  বেলা।


মা জননী তোমার কাছে
হেলায় পায় যে ব্যথা,
কষ্টের উপর কষ্ট  দিতে
কত বলছো কটু কথা?


কালের আবর্তে ঘুরে আসবে
এ কথাটি মনে রেখো,
তোমার ঔরস আঁকবে চিত্র
হ,পিছন ফিরে দেখো।