মা'য়ের শেষ ভরসা
  এম,এ,সালাম
    ১৫-১০-২০


মা' আমি খাবার না খেলে
      তুমি কাঁদিতে বারে বারে,
বাবা তুমি খাবার খেলে,
       মনে কষ্ট থাকে নারে।


মা' মুখ মলিন দেখিলে
      মা  বলিতে বাবা,
স্বাস্থ্য খারাপ হয়েছ নাকি
     মনে কষ্ট দিছে কে বা।


আদর করে খাওয়াইতো মা
   মনের মত করে,
সেই ছেলে আজ বউ পাইয়া
    ভুলে যায় মা'য়েরে।
      
সেই মা আজ দ্বারে দ্বারে
    নিয়ে ভিক্ষার ঝুলি,
সবার কাছে মনের কষ্ট
     বলছে প্রাণ খুলি।


খাবারের জন্য কাঁদিতেছে
    মানুষের দ্বারে  দ্বারে,
পেট পুড়িয়ে  খাবার কেহ
     দেয় না আজি তারে।


কষ্টে করিয়া গর্ভে ধরে মা-
    দোষ করেছে বহু,
না খেয়ে মা আজ হাড্ডিসার
     দেহে নেই যে রুহু।
    
সেই মা আজ খাবারের জন্য
     কাঁদে মনের মত,
মনের মত বউ পেয়ে ছেলে
    হায়!ফুর্তি  করে কত?


জন্ম দেয়া কি অন্যায় ছিল?
     দুনিয়ার আলো দেখিতে,
সেই মায়ের আজ ঠাই হয়েছ
      ওই বৃদ্ধা আশ্রামেতে।