মেঘের আনাগোনা (২০৩৯)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
০২-০২-২০২৩
🐂🐐🐃🐐🐂🐐🐃🐐
কুয়াশায় ঢাকা মেঘে ভর্তি
ওই সূর্যটার দেখা নাই,
ধান্য সিদ্ধ আঙিনায় ভর্তি
ধান কেমন করে শুকাই।


নীল আকাশ যে অদৃশ্যমান
উত্তরের ঠান্ডা বায়ু বয়,
চাদর মুড়ি লেপ গায়ে দিয়ে  
ঘরের মাঝে বসে রয়।


ঘরে গরু ছাগল নিয়ে কৃষক
পড়ে আছে মহাবিপদে,
গৃহিণী রান্না ঘরে বসে ঝিমায়
মন গুমরে গুমরে কাঁদে।


শিশু কিশোরের মন বসে না
স্কুলে কলেজে মাঠে,
খেলতে গেলেও মন ভালো না
অত্যাধিক ঠান্ডা বটে।


তরমুজ চাষিরা ঝিমিয়ে পড়ছে
আকাশের হাবভাব দেখে,
ডাইলে বাগার দিবে নাকি বৃষ্টি
এসব চিন্তা মাথায় রেখে।


মেঘ দেখে খড়কুটোর বিচালি
কুড়ে দিতে সবে ব্যস্ত,
বৃষ্টির পানিতে ভিজে গেলে খড়
ক্ষতি হবে চাষির মস্ত।