মেঘের মাঝে জোছনা
    এম, এ,সালাম
     ১০-০৬-২০


মেঘের মাঝে জোছনাটা আজ
করছে লুকোচুরি,
পেজা পেজা সাদা মেঘ
আকাশে করছে ঘোরাগুরি।


বাবুকে আজ ছড়া শুনাবে
যাবে চাঁদের দেশে,
মেঘ বালিকা বিকাল থেকেই
ঘুরছে চাঁদের দেশে।


বাবু সারা দিন আশায় ছিল
দেখবে চাঁদের হাসি,
মেঘ মালারা সন্ধ্যা  থেকেই
দিচ্ছে খুল খুলিয়ে কাশি।


হঠাৎ বাবুর মনের আকাশে
ছেঁয়ে গেছে কালোমেঘে,
একটু পড়েই দমকা হাওয়া
আসছে ঝড়বেগে।


রাত্রী নামে ঝড় যে থামে
আকাশ ভরা তারা,
মেঘের মাঝে জোছনাটা আজ
করছে পূণ ঘোরাফেরা।


জোছনা দেখে মনের আকাশে
হাসির ঝলক ফুটে,
ছড়া শুনার ভাগ্যটা আজ
একটু হলেও জুটে।