তুমি আমার জ্যোৎস্না হবে-
      আমি হব আকাশের তাঁরা,
মেঘের ভেলায় একাকার হয়ে
     করিব মোরা ঘোরাফেরা।


তুমি হবে নীল আকাশের ওই-
     ছোট্ট একটি নক্ষত্র,
তোকে নিয়ে ঘুরবো আমি
     নীল আকাশের সর্বাত্র।


অপরাহ্নের শেষে আড্ডা দিব -
     তোমার ছাদের বাগে,
তুমি আমায় বিদায় দিবে গো
      অন্ধকার নামার আগে।


আড্ডা হবে গল্প হবে কত?
     তোমাকে সাথে  নিয়ে,
গল্পের ছলে উক্তি করেছো
     আমায় করিবে বিয়ে।


রাত্রী যদি হয় গো প্রিয়া-
      এগিয়ে দিবে তুমি,
তৈলের প্রদীপে এগিয়ে দিবে
      এ টুকুই আমি জানি।


মিলেমিশ থাকিব চাই মোরা -
     ধরার মাঝে মিশে,
রূঢ়ভাষা প্রকাশ করে যদি
      ধরিবে আমায় বিষে।


তোমাতে আমাতে নেই কোন-
       পার্থাক্যের সমাহার,
তুমি আর আমি মিলে মিশে
        হতে চাই একাকার।