মিনারার বিদেশযাত্রা
   এম এ সালাম
    ০৫-০৭-১৯


সুন্দর জীবন  গড়ার লাগি-
     মিনারার সাধ জাগিল মনে,
বিদেশ গেলে বৃত্তশালী হবে
     বিদেশে যাইবে কাহার সনে।


ত্রানের দুটি গরু বিক্রি করিয়া-
     কোন মতে টাকা যোগার করে,
খলিল মিয়ার হাত ধরিয়া
    একদিন বিদেশের পথ ধরে।


মনে মনে ভাবে মিনারা-
      বড়লোক হব ক,দিন পড়ে,
মালিকের বাসায় কাজের বেতন
      জমা করে নিব ঘরে।


মিনারা মনানন্দে কাজ করে-
    মাস তিনেকের মত,
দেখতে দেখতে মালিকের ছেলের
      হায়! নজর কাড়ে কত।


একদিন প্রেমের প্রস্তাব দিয়ে বসে-
       মিনারার নিজের কাছে,
ভাবিতেছে কি জন্য এই বয়সে
      আসিলাম বিদেশের মাটিতে।


রাজি হয় না ভয়ে কথা কয় না-
       কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়ে,
জোর-যুলুমে মনের বাসনা
      মালিকের ছেলে পূরণ করে।


নির্যাতন হতে বাঁচার তরে-
     পালিয়ে আসে সে দেশে,
দু,চোখে মিনারার স্বপ্ন আজ
       হায়! ধুলায় মিশে গেছে।