মৃত্যু চিরন্তন সত্য(২২৪৭ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
৩০-০৮-২০২৩ ইং
=================
মৃত্যুর মতো চিরন্তন সত্য
আর কিছু হতে পারে,
এই মৃত্যু যাকে ছুঁয়ে যায়
তারে কি আর ছাড়ে?


মানুষ জন্ম হইলে এই ভুমে
মৃত্যুর স্বাদ নিতে হবে,
এই মৃত্যুর মাধ্যমে ধরা হতে
সবাইর ছাড়তে হবে।


এ মৃত্যু থেকে কেউ কখনো
মোটে রেহাই পাবে না,
কার কখন কোথায় মৃত্যু হবে
তা কেউ তো জানে না।


বেঁচে থাকতে ভালো কাজ
আমরা সবাই করে যাই,
সমাজে মানুষের দোয়া নিয়ে
সবাই মৃত্যবরণ চাই।


জগতে এমন কাজ কর না
সবাই ছিঃ ছিঃ করে,
তবে মৃত্যুর পরে জায়গা হবে
ওই জাহান্নামের তরে।


তাই ভালো কাজ তুমি যাও
এই পৃথিবীর বুকে,
মরার পরেও তোমায় কথা
থাকে সবার মুখে মুখে।