মধুমাখা সকালে
    এম,এ,সালাম


বিভাবসু তুমি গোধুলী লগনে-
   অভ্রক লাল হয়ে উদয় হলে,
সোনালী আলোয় ঝিলের সলিল
    মধুমাখা হয়ে দেখা দিলে।


হিতৈষীজন করে কত কুজন-
   সারা রাত্রীর শীতের চোটে
খড়কুটোর  বহ্নি জ্বালাও
    আশার প্রদীপ মনাকাশে উঠে।


তিন মাথে ঝিমুনীদের অনাবিল আশা-
    শীতের মিষ্টি সকাল বেলা,
অংশুমালীর আলোর খেলায়
     সরে যাবে মনের জ্বালা।


শিশিরের উপর ভানুমতির খেলা-
    যাদুর মত খেলে যায়,
শীতার্ত দেহটায় সবিতার ছোঁয়ায়-
    মধুমাখা হাসি খুজে পায়।


দীপ্ত শিখা তৃপ্তির বাজারে-
    গৃহাগতি হয়ে ছুটিল,
মনাকাশে উকিঝুকি মেরে
     আহলাদে সুখের স্বাদ ছুটিল।