মহাক্রিমিনাল
এম,এ,সালাম(সুর ও ছন্দের কবি)
১২-০৪-২২
🚮🚮🚮🚮🚮🚮🚮🚮🚮🚮🚮🚮🚮🚮
চুপি চুপি নাগর আজিজ ভাবছে একা একা
মানুষ ঠকানোর কর্ম যত আমার সবই শেখা।
রজ মৃধা নামটি আমার,আছে বিশাল জমিদারি
নিজ স্বার্থ চরিতার্থে যা ইচ্ছে সবই করতে পারি।
গাঁয়ে আমার মতো ভালো মানুষ আছে বা ক'জন
আমিই হলাম এই গ্রামের সুধী জ্ঞানী গুণীজন।
আমলা,পুলিশ সকল অফিস সব'ই আমার জানা
অন্যের কথা ভাবে না, নিজের স্বার্থ ষোলআনা।
মসনদে আসন গেরে বসে যারা স্বার্থ খুঁজে আসে
জনগনকে জ্ঞান ছড়িয়ে দেয় দেশকে ভালোবাসে।
নিজ স্বার্থচিন্তাই যে যার মত আমিও সুযোগ খুঁজি
যার চিন্তায় তার মত সে ব্যস্ত অন্যেরটা না বুঝি।
মাঝে মাঝে সে বুদ্ধি বিকে প্রয়োজনে নিতে পারেন
বুদ্ধি দিয়ে সে অন্যের কুঠিরে আগুন দিয়ে ছাড়েন।
নিজের জমি বৃদ্ধির জন্য আইল ঠেলনে যাদুকরি
পরের জমির মাটি কাটিয়া নিজের কান্ধি কচা গড়ি।
অবৈধ যা তোমার কাছে সেটা আমার কাছে লান
টাকা আর বুদ্ধিতে সমাজে আমিই মহাক্রিমিনাল।