মহান যে মিলন
   এম এ সালাম
     ০৭-০১-২০


মনে মনে একমন হলে-
    তাকে মনের মিলন বলে,
বিপরীতে কিছু ঘটে যখন
    হিতে বিপরীত হলে।


মনে মনে একমন হলে-
   অবশিষ্ট থাকে না কিছু,
মন দিয়ে যারে ভালবাসিবে
    দিয়ে দিব তারে সব কিছি।


বন্ধুরে,সাগরে ঝাপদিতে বলিলে-
     মন থেকে ঝাপ দেয়,
হৃদয় দিয়ে ভালবেসে গেলে
     তারে মনের মিলন কয়।


মন একটি এমনই জিনিস-
    যাকে ধরা ছোঁয়া যায় না,
অযত্নে তারে ফেলে রাখিলে
     তাতে মনের ক্ষয় হয়না।


প্রেমিক প্রেমিকার মিলন ঘটে-
   মনে ভাল লাগার জন্য,
প্রেম যদি হয় সৎ উদ্দেশ্য
   মিলন হবে স্থায়িত্বের জন্য


যুগ্ন প্রেম মহা ধোকা বাজির-
    কথায় আর কাজে দুই,
সামনে সামনি এক কথা
    পিছনে পিছনে দুই।


মনের মিলন মন থেকে হয়-
    মুখ থেকে যে নয়,
এমনই মিলন ঘটে গেলে রে
    মিলন স্থায়িত্ব নয়।


মুখ দিয়ে অনেক পাওয়া যায়-
   মন দিয়ে তা নয়,
মন দিয়ে যা পাওয়া যায়
   তাতেই মনের মিলন হয়।


আত্মায় আত্মায় আত্মখানি-
     মনে মনে মন,
এই দুইয়ের সংমিশ্রনেই
    হয় যে মহামিলন।